র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ১০ মাদকসেবী বিরুদ্ধে মামলা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার বিকেলে র‌্যাব এক প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৫ নভেম্বর বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কেন্দ্রীয় বাস টার্মিনাল এর গণ শৌচাগারের উত্তর পাশে ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন হরিপুর বীর মুক্তিযোদ্ধা নায়েক নবীর উদ্দিন এর কবর সংলগ্ন উপশহরের মাঝ বরাবর রাস্তার পাশের্^ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় গাঁজা, গ্যাস লাইটার, কাগজের পাইপসহ চক আলমপুরের মোঃ আলিম আলী (২৭), নয়াগোলা ঘাটপাড়ার মোঃ দেলোয়ার হোসেন (২৩), কৃষ্ণগোবিন্দপুর মান্নাপাড়ার মোঃ মাসুম হোসেন (২৫), বালিয়াডাংগার মোঃ বাবলু (৫০), রাজারামপুর তাবারকপাড়ার মোঃ আবুল বাশার (৫২), নামোশংকরবাটি মাওরিপাড়ার মোঃ দ্বীন ইসলাম @ আবু (৫২), রামচন্দ্রপুর বেহারাপাড়ার মোঃ জাহাঙ্গীর আলম (৪০), রেলবাগানের মোঃ হোসেন (৩০), হুজরাপুর খালঘাটের মোঃ মিজানুর রহমান (২৮) ও মসজিদপাড়ার মোঃ টুটুল (৪০) কে আটক করে।
আটক মাদকসেবীদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে আসামীগণ মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.