বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শিবগঞ্জের জিলানী মোড় বাঁধের উপর পরীক্ষামূলকভাবে ককটেল বিস্ফোরণের স্থান হতে বিপুল পরিমাণ পরিত্যাক্ত গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে।
র্যাবের এক প্রেসনোটে সোমবার জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আম বাগানের ভিতর অভিযান চালায়।
এসময় পরিত্যক্ত অবস্থায় ৩টি সাদা রংয়ের পলিথিনের ভিতর সাদা, কালো ও লালচে রংয়ের ২.১৫০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম (খ) ১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর কাঁচের গুড়া, ভাঙ্গা বেøড, লোহার তারকাটা, ৩টি লাল রংয়ের কসটেপ, ১৩টি জর্দার কৌটা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানায়, ২৮ ডিসেম্বর রাতে র্যাব-৫ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৯নং দুর্লভপুর ইউপিস্থ ৯নং ওয়ার্ডের জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আম বাগানের ভিতর সন্দেহজনক অবস্থায় কিছু পলিথিনের ব্যাগ পড়ে আছে। প্রেক্ষিতে জিলানী মোড় বাঁধের পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে আম বাগানের ভিতর রক্ষিত উল্লিখিত আলামত সমূহ পরিত্যাক্ত সন্দেহজনক অবস্থায় উদ্ধার করে। তবে, সেসময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নি এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি বলেও জানায় র্যাব। #















