রৌমারী সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে ধানবীজ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে বিভিন্ন জাতের ধানবীজ ভারতে পাচার করা হচ্ছে। চোরাকারবারিরা অধিক লাভের আশায় বিভিন্ন জাতের এ ধানবীজগুলো ভারতে পাচার করছে।

আজ রোববার (২৫ অক্টোবর) উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন বীজ ভান্ডারে হঠাৎ করে ধানবীজ কেনার মাত্রা বেড়ে গেছে। এ সময় বীজ কিনতে আসা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বললে বীজ পাচারসংক্রান্ত তথ্য বেরিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পাচারকারী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ভারতে বিভিন্ন জাতের ধানবীজের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বেশি লাভের আশায় এই ধানবীজ ভারতে পাচার করা হচ্ছে। এক সপ্তাহ ধরে উপজেলার ডিগ্রিরচর, ইটালুকান্দা, খেতারচর, ছাটকড়াইবাড়ী, ধর্মপুর, চরবোয়ালমারী, চরের গ্রাম, নওদাপাড়া, খাটিয়ামারী, চর খেওয়ারচরসহ অনেক সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ধানবীজ পাচার করছে।

বীজ পাচারের সত্যতা নিশ্চিত করে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এলাকার সব সীমান্তে বিজিবি ক্যাম্প অধিনায়কদের ধানবীজ পাচার রোধে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইতিমধ্যেই সীমান্ত ১০৬৩-৬৪ এর মাঝামাঝি পিলারের নিকট নওদাপাড়া এলাকায় শনিবার বাংলাবাজার বিজিবি ক্যাম্পের সদস্যরা দুই কেজি ওজনের ৭০ প্যাকেট ধানবীজ জব্দ করতে সক্ষম হয়েছেন। পরে ধানবীজগুলো নিয়ম অনুসারে রৌমারী কাস্টম অফিসে জমা দেয়া হয়েছে।

এ ব্যাপারে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বীজ পাচারের বিষয়টি জানা নেই। তবে বীজ পাচার রোধে শিগগিরই তদারকিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.