রৌমারীতে বসত বাড়ির আঙিনায় গাঁজা চাষ, কৃষক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বসত বাড়ির আঙিনায় লাগানো দুটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা চাষের অপরাধে গৃহকর্তা মো. কাইয়ুমকে (৪৩) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রৌমারী সদর ইউনিয়নের চর বামনেরচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রৌমারী থানার এসআই মো. মামুন বাদী হয়ে আজ শুক্রবার (২১ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্তাছের বিল্লাহ বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর বামনেরচর গ্রামের মৃত নবীন শেখের ছেলে মো. কাইযুমের বাড়ি থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশ্যে প্রায় ৫ মাস আগে কাইয়ুম তার বাড়ির আঙিনায় গাঁজার গাছ দুটি লাগিয়েছিল। এ সময় গাঁজা চাষের অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার কাইয়ুমকে আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.