রোহিঙ্গা শিশুদের তাদের কারিকুলাম অনুযায়ী শিক্ষা দেওয়া হচ্ছে : প্রতিমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাথে ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক জর্জ ল্যারিয়া এজেই (George Laryea Adjei) এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে।
আজ সোমবার (১৮ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠকে কক্সবাজারের শরণার্থী ও তাদের শিশুদের লেখাপড়া, ক্যাম্পসমূহের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করার বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী তাঁদের নিজ দেশে প্রত্যাবর্তনের পর যাতে হাতে-কলমে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে; সে লক্ষ্যে তাদেরকে কারিগরি ও অন্যান্য বিষয়ে লেখাপড়ার ওপর গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিবছর হাজার হাজার নতুন শিশু জন্ম নিচ্ছে, এসব শিশুকে তাদের মাতৃভাষায় শিক্ষা দেওয়া হচ্ছে; যেন তারা নিজ দেশে প্রত্যাবর্তনের পর নিজেদেরকে মিয়ানমারের শিক্ষা ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে পারে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সংখ্যা বৃদ্ধির বিষয়ে আলোচনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, নোয়াখালীর ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা যাতে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ ও দেখা-সাক্ষাৎ করতে পারে, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিনিধি দলের নেতা বাংলাদেশ কর্তৃক রোহিঙ্গাদের মাতৃভাষায় কারিগরিসহ শিক্ষার ব্যবস্থা নেওয়ায় সরকারের প্রশংসা করেন।
ডা. মো. এনামুর রহমান বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সরকার যে মানবিকতার পরিচয় দিয়েছে, তা সারা বিশ্বে প্রশংসিত। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.