রোমানিয়ার করোনা হাসপাতালে আগুন, নিহত-১০, দগ্ধ চিকিৎসক’সহ-৭

(রোমানিয়ার করোনা হাসপাতালে আগুন, নিহত-১০, দগ্ধ চিকিৎসক’সহ-৭–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ায় একটি করোনা হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ গেছে ১০ কোভিড-১৯ আক্রান্ত রোগীর। গুরুতর দগ্ধ চিকিৎসক’সহ আরও ৭ জন।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) পিয়াত্রা নিমট শহরের হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ওয়ার্ড থেকে ছড়িয়ে পড়ে আগুন। সেখানে ভেন্টিলেশনে ছিলেন মোট ১৬ জন রোগী।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

দীর্ঘদিন ধরেই হাসপাতালটিতে অব্যবস্থাপনা চলছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এদিকে যথাযথ চিকিৎসা সেবা না দিতে পারার দায়ে ৩ সপ্তাহ আগেই পদত্যাগে বাধ্য হন হাসপাতালের পরিচালক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.