রোমানিয়া সীমান্তে ট্রাকে মিলল ২৩ বাংলাদেশি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে ইতালি যাওয়ার সময় রোমানিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ২৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম স্টাইরিপিসার্স।
সংবাদমাধ্যমটি জানায়, পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে ট্রাকটি আসলে সেখানে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক জানিয়েছে, সে রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিল।
আরাদ সীমান্ত পুলিশ বলেছে, ‘তল্লাশি চালানোর সময়, আমাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন যে, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫-৫০ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে, তারা আইনানুগ উপায়ে রোমানিয়াতে প্রবেশ করেছিল।’
সীমান্ত পুলিশ জানিয়েছে, চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অভিবাসী চোরাচালান এবং ট্রাকে লুকিয়ে থাকা বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.