রোনালদোর সঙ্গে কি কথা হলো ক্রুসের?

বিটিসি স্পোর্টস ডেস্ক: জার্মানি বনাম পর্তুগাল ম্যাচ অনুষ্ঠিত হয় গত শনিবার। ম্যাচে পর্তুগিজদেরকে ৪-২ গোলে হারায় জার্মানরা। ম্যাচে হারলেও সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ টনি ক্রুসের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায় পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে। সঙ্গে যোগ দেন তাদের আরেক ক্লাব সতীর্থ পেপেও। কি কথা হয়েছিল ৩ জনের? এ নিয়ে ব্যাপক আগ্রহ জন্মায় সমর্থক থেকে শুরু করে সবার মনে। এ নিয়ে এবার মুখ খুলেছেন জার্মান তারকা টনি ক্রুস।
স্থানীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমি তার সঙ্গে ৪ মৌসুম খেলেছি। ড্রেসিং রুমে আমি তার প্রতিবেশি ছিলাম। আবারো তাকে দেখতে পেয়ে আমি বেশ উচ্ছ্বসিত ছিলাম।
ক্রুস আরো বলেন, আমরা ম্যাচ নিয়ে খুব কমই কথা বলেছি। আগামীতে যেসব ম্যাচ আসছে সেসব নিয়েও আমরা কথা বলেছি। আমি তাকে শুভকামনা জানিয়েছি এবং জানতে চেয়েছি ইতালিতে তার কেমন লাগছে?
ক্লাবের আরেক সতীর্থ ও পর্তুগিজ ডিফেন্ডার পেপের সঙ্গে কি কথা হয়েছে সেটিও জানালেন টনি ক্রুস।
তিনি বলেন, পেপে দারুণ একজন সতীর্থ। মাঠে আর মাঠের বাইরে দুই জায়গায়ই সে দারুণ একজন। রোনালদোও ঠিক তেমনই।
রিয়াল মাদ্রিদে ৩ বছর একসঙ্গে কাটিয়েছেন টনি ক্রুস ও পেপে। রোনালদো ও পেপে ক্লাব ছেড়ে গেলেও এখনো মাদ্রিদেই খেলছেন টনি ক্রুস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.