বিটিসি স্পোর্টস ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল আইন। মঙ্গলবার রাতে তাদেরকেই ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসর। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলে পয়েন্ট তালিকার তিনে উঠে গেছে সৌদি ক্লাবটি।
গতবার এই আল আইনের কাছেই কোয়ার্টার ফাইনালে হেরে বাদ পড়েছিল রোনালদোর দল। এই জয়ে গতবারের হারের প্রতিশোধটাও ভালোভাবে নিলেন রোনালদোরা।
৪ ম্যাচের তিন জয়ে আল নাসরের পয়েন্ট ১০। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুইয়ে আছে আল আহলি।
অ্যান্ডারসন তালিসকার গোলে ৫ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। রোনালদো গোলটি করেছেন ৩১ মিনিটে। সেনেগাল তারকা সাদিও মানের দূরপাল্লার শট আল আইনের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বলটি পড়ে রোনালদোর সামনে। ফিরতি শটে গোল পেয়ে যান সিআরসেভেন।
৫৬তম মিনিটে একটি গোল শোধ করতে পারতেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটি। পার্ক ইয়ং-উর শট পোস্টে লেগে ফেরত এলেও ডাইভ দেওয়া গোলকিপার বেন্তোর পিঠে লেগে ফিরে যায় জালের ভেতরে। আত্মঘাতী গোল হিসেবে রয়ে যায় এটি।
তবে আল আইন ম্যাচে ফিরতে পারেনি। ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ন ফরোয়ার্ড ওয়েজলি ৮১তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে আবার তিন গোলের ব্যবধানে এগিয়ে দেন আল নাসরকে। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে চতুর্থ মিনিটে আরেকটি গোল করেন তালিস্কা। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
এই পরাজয়ের পর এশিয়ান চ্যাম্পিয়নদের অবস্থা খুব একটা ভালো নয়। তাদের জন্য শেষ ষোলোতে ওঠাই এখন কঠিন। চার ম্যাচের তিনটিতে হার ও এক ড্র নিয়ে ‘পশ্চিম’ গ্রুপের ১২ দলের মধ্যে তারা আছে সবচেয়ে তলানিতে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.