রোনালদোকে ছাড়াই সুইডেনকে গোলবন্যায় ভাসাল পর্তুগাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: পর্তুগাল দলে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ক্যান্সেলো, জোয়াও ফেলিক্সসহ বেশ কয়েকজন তারকা। তবে তাদের ছাড়াই সুইডেনকে গোলবন্যায় ভাসিয়েছে পর্তুগাল। গুনে গুনে সুইডিশদের জালে ৫ বার বল জড়িয়েছে রবার্তো মার্তিনেসের দল।
গতকাল বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে সুইডেনকে আতিথ্য দেয় ২০১৬ সালের ইউরোজয়ী পর্তুগাল। শেষ পর্যন্ত স্বাগতিকরা ম্যাচটি জিতে নেয় ৫-২ গোলে। মার্তিনেসের অধীনে এই নিয়ে ১১টি ম্যাচের সবগুলোই জিতল পর্তুগাল।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণ শাণায় পর্তুগাল। ২৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। বক্সে ঢুকে বার্নান্দো সিলভার বাঁ পায়ের শট ফিরে আসে পোস্টে লেগে। তবে ফিরতি বলে জোরালো শটে গোল আদায় করেন এসি মিলানের ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। ৩৩ মিনিটে পর্তুগালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথিউস নুনেস।
প্রধমার্ধের বিরতির আগে গোলের ব্যবধান আরও বাড়ান ব্রুনো ফের্নান্দেস। নেলসন সেমেদোর কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। ৩-০ ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে পর্তুগাল। 
৫৭তম মিনিটে পর্তুগালকে বড় জয়ের পথ দেখিয়ে গোল করেন ব্রুমা। লিয়াওদের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। পরের মিনিটে একটি গোল শোধ করে সুইডেন। গোল করেন ভিক্টর ইয়োকেরেস। তবে দুই মিনিট পর ব্যবধান বাড়িয়ে নেন গনসালো রামোস। সেমেদোর পাসে গোল আদায় করেন পিএসজির এই ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নেইলসন গোল দিয়ে ব্যবধান একটু কমান।
শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। আগামী মঙ্গলবার আরেক প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার মাঠে খেলবে রবার্তো মার্তিনেসের দল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.