রোদে পোড়া ত্বকের যত্নে ৩ ফেসপ্যাক

 

বিটিসি নিউজ ডেস্ক: রোদে ত্বক কালচে হয়ে গেছে? ঘরোয়া ফেসপ্যাকের সাহায্যে দূর করুন ত্বকের রোদে পোড়া দাগ। তবে বাইরে বের হওয়ার আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন লাগাবেন ও ছাতা রাখবেন সঙ্গে।

 

 

বেসন, দই অ্যালোভেরা

২ টেবিল চামচ বেসনের সঙ্গে দেড় চা চামচ টক দই মেশান। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি মুখ, হাত ও পায়ের রোদে পুড়ে যাওয়া অংশে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে উপকার পাবেন।

 

শসা লেবু

১ টেবিল চামচ শসার রসের সঙ্গে ২ চা চামচ লেবুর রস মেশান। ১ চা চামচ গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন এই ফেসপ্যাক।

 

টমেটো, লেবু টক দই

১টি টমেটো পেস্ট করে ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে মেশান। ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ব্লেন্ড করে নিন মিশ্রণটি। সপাথে কয়েকবার রোদে পোড়া ত্বকে লাগান ফেসপ্যাকটি। উপকার পাবেন দ্রুত।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.