রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৪০৭ শূন্য আসনে ভর্তির সাক্ষাতকার ২৭ জানুয়ারী

রংপুর ব্যুরো: রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য শূণ্য থাকা ৪০৭টি আসনে ভর্তির জন্য অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাতকার হবে ২৭ জানুয়ারী। পরের দিনই উর্ত্তিন শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ হাজার ৩১৫টি আসনের মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত মেধাতালিকা থেকে ৯০৮ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনও আসন শুন্য রয়েছে ৪০৭টি। শুন্য আসনের মধ্যে কলা অনুষদভুক্তু এ ইউনিটে ১৯৫টির মধ্যে ৬৭টি; সামাজিক বিজ্ঞান অনুষদঅভুক্ত বি ইউনিটের ৩৭৫টি আসনের মধ্যে ১০১টি; বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি ইউনিটে ২৪৫টি সাধারণ আসনের মধ্যে ৩৩টি; বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে ২৮০টি সাধারণ আসনের মধ্যে ১২৩টি; প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ই ইউনিটে ১০০টির মধ্যে ১৯টি এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত এফ ইউনিটে ১২০টির মধ্যে ৬৪টি রয়েছে।

ফাঁকা আসনের বিপরীতে আগামী ২৭ জানুয়ারি দ্বিতীয় সাক্ষাৎকার এবং ২৮ জানুয়ারি নির্বাচিতদের ভর্তি সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ জানুয়ারি দ্বিতীয় সাক্ষাৎকার ও ২৩ জানুয়ারি তাদের ভর্তির সময় নির্ধারিত ছিল। পরে তা পিছিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদি এরপরেও আসন শুন্য থাকে, তাহলে অক্ষেমান তালিকায় থাকাদের আবারও সাক্ষাতকারের জন্য ডাকা হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।

প্রসঙ্গত: গত ২-৫ ডিসেম্বর ২০১৮ তারিখে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ-স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার সাক্ষাৎকার ৯ এবং ভর্তি ১০ জানুয়ারি সম্পন্ন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.