রেশম শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে ভারতীয় সিল্ক বিশেষজ্ঞর সাথে রাসিক মেয়র লিটনের মতবিনিময়

রাসিক প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ভারতীয় সিল্ক বিশেষজ্ঞ বাবু গিরিধারান কে। আজ সোমবার বিকেলে নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে এ মতবিনিময়ে মিলিত হন তাঁরা। বাবু গিরিধারান ভারত সরকারের টেক্সটাইল মন্ত্রণালয়ের সেন্ট্রাল সিল্ক বোর্ডের উপ-পরিচালক।

মতবিনিময়কালে মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহীর সিল্কের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন এবং রাজশাহীর রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে ভারতীয় সিল্ক বিশেষজ্ঞের পরামর্শ কামনা করেন।
মেয়র বলেন, রাজশাহী ঐতিহ্য রেশম শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এজন্য আপনাদের পরামর্শ চাই। পরামর্শগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাব, প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাব। রেশম শিল্পকে আমাদের বাঁচাতেই হবে।

মতবিনিময়কালে ভারতীয় সিল্ক বিশেষজ্ঞ বাবু গিরিধারান কে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় আরেক ভারতীয় কেশেন্দ্রা শেঠি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুঃ আব্দুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন। #(প্রেস বিজ্ঞপ্তি )#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.