BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রেললাইন ভাঙার কারণে ৪০ মিনিট দেরিতে ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস

রেললাইন ভাঙার কারণে ৪০ মিনিট দেরিতে ছাড়লো সিল্কসিটি এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার কারণে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ৪০ মিনিট দেরিতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ছেড়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

অপর দিকে এই ঘটনার কারনে রাজশাহীর সারদা স্টেশনে দাঁড়িয়ে ছিল মহানন্দা এবং আড়ানী স্টেশনে দাড়িয়ে ছিলো ঈশ্বরদী কমিউটার ট্রেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। শুক্রবার সকালে এক ব্যক্তি রেললাইন ভাঙা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে আড়ানী স্টেশন মাস্টার-কে বিষয়টি অবগত করেন। ভাঙা স্থানের কাছে ট্রেনটি প্রায় ৪০ মিনিট থামিয়ে রাখা হয়।পরে রেলওয়ের কর্মীরা রেললাইন মেরামত করে সব ট্রেনের চলাচল স্বাভাবিক করেন।

আড়ানী স্টেশন মাস্টার সদরুল হোসেন বিটিসি নিউজকে জানান, আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার কারণে ট্রেন চলাচল কিছুটা বিলম্বিত হয়। পরে দ্রুত লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। প্রায় ৪০ মিনিট পরে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটে নি।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান বিটিসি নিউজকে বলেন, ৪০ মিনিট সিল্কসিটি এক্সপ্রেস ভাঙা স্থানের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ভাঙা স্থানে শ্রমিকরা কাজ করছে। আশা করছি দুপুরের মধ্যে সব লাইন সংক্রান্ত সমস্যা সমাধান হয়ে যাবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ