খুলনা ব্যুরো: শিক্ষা সংক্রান্ত ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে খুলনা পলিটেকনিকইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তারা প্রথমে খুলনা রেলস্টেশনের সামনে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিক্ষোভকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, তবে দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস না পাওয়ায় বাধ্য হয়ে তারা রেললাইনে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে রাত সাড়ে ৮টার দিকে তারা মহানগরীর বৈকালী মোড়ে গিয়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন।
প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা মিছিল সহকারে ক্যাম্পাসে ফিরে যান।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, “দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি সুবিধা বাতিল করতে হবে। উপ-সহকারী প্রকৌশলী পাসকৃতদের জন্য সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাতুল বলেন, “আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।”
সড়ক ও রেল অবরোধের কারণে যাত্রীসাধারণকে ভোগান্তির মুখে পড়তে হয়। তবে শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে শান্তিপূর্ণ ভাবে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.