BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ভিন্ন পাথর ব্যবহারের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ভিন্ন পাথর ব্যবহারের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

দিনাজপুর প্রতিনিধি: রেললাইন নির্মাণে ব্লাস্ট পাথর ও নদী শাসন কাজে বোল্ডার পাথর ব্যবহারের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। এ সময় খনির ভূ-গর্ভ এবং উপরিভাগ পরিদর্শন করেন তিনি।

এ সময় জ্বালানি উপদেষ্টা মধ্যপাড়া পাথর খনিতে বাংলাদেশ রেলওয়ে ৪০/৬০ মিলি (ব্লাস্ট) পাথর ব্যবহার বাড়াতে উপস্থিত রেলের ডিজিকে নির্দেশ দেন এবং জমাকৃত নদী শাসন কাজে খনির বোল্ডার পাথর ব্যবহারে পানি সম্পদ উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন।

পরে তিনি বাংলাদেশ রেলওয়ের ডিজিকে পার্বতীপুরের ভবানীপুর-পাথর খনির ১৪ কিলোমিটার রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশনা দেন।

খনি পরিদর্শনে উপদেষ্টার সঙ্গী হিসেবে ছিলেন, জ্বালানি ও খনিজ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, রেলের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন প্রমুখ।

এ ব্যাপারে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম বলেন, আজকে উপদেষ্টা রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে পাথর ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ২০ অক্টোবর পেট্রোবাংলার ভূগর্ভস্থ খনি মধ্যপাড়া কঠিন শিলার প্রকল্প বাস্তবায়নের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

২০১৮-২০১৯ অর্থবছরে মধ্যপাড়া পাথর খনিটি লাভের মুখ দেখতে শুরু করে। সেটি টানা ৫ বছর ধরে অব্যাহত রয়েছে। বর্তমানে খনিটি লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে শুরু করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ