রেফারির সঙ্গে অধিনায়কের যোগাযোগের নিয়মটি থাকবে অন্যান্য টুর্নামেন্টেও

বিটিসি স্পোর্টস ডেস্ক: রেফারির সঙ্গে ফুটবলারদের বাকবিতণ্ডা এবং তার চেয়েও আপত্তিকর কোনোকিছু রুখতে, চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মাঠে ‘রেফারির সঙ্গে কেবল অধিনায়ক কথা বলতে পারবেন’ নিয়মটি দারুণ কাজে দিয়েছে। তাই ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফা তাদের সব প্রতিযোগিতায় আইনটি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রায়ই দেখা যায়, কোনো সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাতে রেফারির সাথে কথা বলতে যান এক বা উভয় পক্ষের একাধিক খেলোয়াড়। তাতে মাঠেই তৈরি হয় বিরূপ পরিস্থিতি। এমন পরিস্থিতি এড়াতে রেফারির সাথে কেবল অধিনায়কের কথা বলার নিয়মটি জার্মানিতে চলমান ইউরো থেকে অনুসরণের ঘোষণা গত মে মাসে দেয় উয়েফা।
তখন সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, ম্যাচ চলাকালীন কোনো বিষয় নিয়ে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন কেবল দলের অধিনায়ক। যদি অন্য কোনো খেলোয়াড় অসম্মান দেখিয়ে বা ভিন্নমত পোষণ করে রেফারির সঙ্গে কথা বলতে যায়, তাহলে তাকে হলুদ কার্ড দেখানো হবে।
কোনো দলের অধিনায়ক যদি গোলরক্ষক হয়ে থাকেন, সেক্ষেত্রে দলের পক্ষ থেকে আগেই একজনকে ঠিক করা হবে যিনি প্রয়োজনে রেফারির সঙ্গে কথা বলবেন।
চলতি আসরে নিয়মটি ফলপ্রসু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন উয়েফার রেফারি পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক রবের্তো রসেত্তি।
“প্রক্রিয়াটি ইতিবাচক। রেফারিগণ অধিনায়কদের তথ্য জানাচ্ছেন, তারাও খুবই ভালোভাবে সাড়া দিচ্ছে। অন্যান্য খেলোয়াড়দের জন্যও বিষয়টি সহজতর হচ্ছে; তারা রেফারির সঙ্গে কথা বলতে যাচ্ছে না, রেফারিকে ঘিরে ধরছে না, ফুটবলের জন্য যা দারুণ এক ব্যাপার।”
“নিয়মটিকে যারা সম্মান করেনি, এমন কিছু খেলোয়াড়কে শাস্তি দিতে হয়েছে। সময়টা পালাবদলের। কিন্তু ইতোমধ্যে আমরা ইউরোপের বেশ কিছু জাতীয় সংস্থার কাছ থেকে অনুরোধ পেয়েছি, তারা আইনটি অনুসরণ করতে চায়।”
আগামী সপ্তাহে শুরু হবে উয়েফার তিনটি ক্লাব প্রতিযোগিতা; চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ। এই তিন টুর্নামেন্টেই নিয়মটি কার্যকর হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.