রেড ক্রিসেন্ট সোসাইটির ইসলামপুরে দূর্যোগ ঝুঁকিহ্রাস ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দূর্যোগ ঝুঁকিহ্রাস ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয় প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট আয়োজনে বিআরডিবি হল রুমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম প্রশিক্ষনের উদ্বোধন করেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির জামালপুর জেলা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আঃ আলীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রোগ্রাম অফিসার শাহাদত হোসেন রানা বক্তব্য রাখেন্।
এ সময় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা দলের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার,অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেছ,জনস্বাস্থ্য কর্মকর্তা রাকিবুর রহমান,বিআরডিবি কর্মকর্তা আঃ রাজ্জাক সহ অন্যন্য সদস্যবৃন্দ এতে অংশ নেয়। প্রশিক্ষনে নারী ও শিশুদের দূর্যোগে ঝুঁকিহ্রাস,দূর্যোগ,আপদ বিপদাপন্ন,ঝুকি,সক্ষমতা প্রশমন, প্রতিরোধ , দূর্যোগে ঝুঁকিহ্রাস ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক ধারণা দেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.