রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিটের মাসিক সভা

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) পরিষদের নিজ সভা কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মাসিক সভায় বিগত মিটিং-এর সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন, গ্রীষ্মকালীন তাপদাহের ঝুঁকি হ্রাসে জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত লিফলেট, পানি, ক্যাপ ও ছাতা বিতরণ প্রসঙ্গে, রাজশাহী-৪ (বাগমারা) আসন এর নির্বাচিত সংসদ সদস্য এবং রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট এর সম্মানিত কার্য্য-নির্বাহী সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও বাগমারা উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট এর সম্মানিত ভাইস চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম সান্টু কে সংবর্ধনা প্রদান প্রসঙ্গে, রাজশাহী জেলা ইউনিটের জন্য প্রয়োজনীয় ফ্রিজ ও এসি ক্রয় এবং চেক গেমেন্ট বিষয়ক আলোচনা, রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য বৃদ্ধিকরণ বিষয়ক আলোচনা করেন জেলা ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও জেলা ইউনিট সেক্রেটারী আবু সালেহ্সহ উপস্থিত কার্য নির্বাহী কমিটির সদস্য মধ্য উপস্থিত ছিলেন রবিউল আলম,মকিদুজ্জামান জুরাত, সিদ্দিক আলম, এস.এম তৌকির আহমেদ, মোসাদ্দেক হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে রাজশাহী জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের ছাতা, ১ লিটার বোতল জাত পানি ও ক্যাপ তুলেদেন জেলা ইউনিট সেক্রেটারী আবু সালেহ্।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ দপ্তর, রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.