রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হ‌লেন সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী খুলনা রেঞ্জের শেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৩ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে জুন/২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন/২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী এবং জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম, সাতক্ষীর জেলার শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ রফিকুল ইসলাম, ও জেলার শ্রেষ্ঠ এসআই (নিঃ) হিসেবে কলারোয়া থানার এসআই (নি:) মোঃ শাহাদাত হোসেন নির্বাচিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় জুন/২০২৪ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীসহ নির্বাচিত পুলিশ কর্মকর্তাদেরকে রেঞ্জের ডিআইজি সম্মাননা পদক প্রদান করেন খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ খুলনা, মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ হাসানুজ্জামান বিপিএম- পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) সহ খুলনা রেঞ্জ সহ খুলনা রেঞ্জ কার্যালয়ের পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জর সকল জেলার পুলিশ সুপার গণ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.