রেকর্ড সংখ্যায় করোনা আক্রান্ত : দেশে ২৪ ঘণ্টায় সংক্রমণ ৭ হাজার ৯৬৪ জনের

কলকাতা প্রতিনিধি: চতূর্থ দফার লকডাউনের পরেও নিয়ন্ত্রণ তো দূরস্থ, করোনার ব্যাপ্তি আরও ছড়িয়ে বেড়েছে ৷ এখন প্রশ্ন উঠছে এরপরও কি লকডাউনের মেয়াদ বাড়বে ?
আমাদের দেশ ইতিমধ্যেই মৃতের সংখ্যায় টপকে গিয়েছে করোনার আঁতুড় ঘর চিনকেও । তারপরেও লাগাম পরানো যাচ্ছে না মৃত্যু মিছিলে।
আক্রান্তের সংখ্যায় সবার আগে রয়েছে মহারাষ্ট্র । এখনও পর্যন্ত এখানে মৃত্যু হয়েছে ১,৯৮২ জনের । আক্রান্ত প্রায় ৬০ হাজার । তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ১৪৫ জনের । আক্রান্তের সংখ্যা ১৯,৩৭২। দিল্লিতে আক্রান্ত ১৬,২৮১ জন । তার মধ্যে মৃত্যু হয়েছে ৩১৬ জনের । গুজরাতে মারা গিয়েছেন ৯৬০ জন । রাজস্থানে মৃত্যু হয়েছে ১৮০ জনের । বাংলায় আক্রান্তের সংখ্যা ৪,৮১৩ । গত ২৪ ঘণ্টায় এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের । মোট মৃতের সংখ্যা ২৩০।

এবার সর্বকালীন রেকর্ড ছাপিয়ে একদিনে রেকর্ড সংক্রমণ হল দেশে । দেশে ২৪ ঘণ্টায় সংক্রমণ ৭ হাজার ৯৬৪ । করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩ । এখনও পর্যন্ত করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৪ হাজার ৯৭১। গত ২৪ ঘণ্টাতেই করোনায় মৃত ২৬৫ জন নাগরিক । ভারতে করোনায় সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত ৮২ হাজার ৩৭০ জন ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.