রেকর্ড সংক্রমণ রাজ্যে, ২৪ ঘন্টায় ৩৯৬ জন, পরিযায়ী শ্রমিকরা ভয় বাড়াচ্ছেন

কলকাতা প্রতিনিধি: করোনার সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে ৷ তারসাথে লক ডাউন ধীরে ধীরে শিথিল হচ্ছে সর্বত্র ৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, এ যাবৎ রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ২৬৩।

এ ছাড়াও কো-মর্বিডিটিতে মৃত্যু হয়েছে আরও ৭২ জনের।  গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের পরিমাণ অতীতের সব রেকর্ড ভেঙে ফেলল। ২৪ ঘণ্টায় রাজ্যে একযোগে আক্রান্ত হয়েছেন ৩৯৬ জন। শুধু তাই নয় রাজ্যে করোনায় ১০ জনের মৃত্যুও হয়েছে শেষ ২৪ ঘণ্টায়।
আজকের বুলেটিন অনুযায়ী ১০৪ জন করোনা রোগী সেরে ওঠার পর সোম-মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। এ যাবৎ রাজ্যে মোট ছুটি পেয়েছেন ২ হাজার ৪১০ জন। হাওড়া উত্তর ২৪ পরগনা নিয়ে আশঙ্কা বাড়ছে ৷
এখনও পর্যন্ত করোনার প্রকোপ সবচেয়ে বেশি কলকাতা জেলাতেই। এবার উত্তরবঙ্গেও করোনা সংক্রমণ দ্রুত বাড়ছে। রাজ্য প্রশাসনের সবচেয়ে বড় মাথাব্যথা কোচবিহার নিয়ে। সেখানে একদিনে ৩৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সকলেই ভীনরাজ্য থেকে স্পেশ্যাল ট্রেনে ফেরত এসেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.