রেকর্ড গড়া জয়ে লড়াই জমিয়ে তুলল আর্সেনাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেড ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এ জয়ে লিগের রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নিয়েছে গানাররা। পাশাপাশি পয়েন্ট টেবিলও জমিয়ে তুলল মিকেল আরতেতার শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে মার্টিন ওডেগার্ড ৫ মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেওয়ার পর ১৩ মিনিটে স্কোরলাইন ২-০ হয়েছে বোগলের আত্মঘাতী গোলে। ২ মিনিট পর স্কোরশিটে নাম লেখান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এরপর কাই হাভার্টজের ২৫ ও ডেকলান রাইসের ৩৯ মিনিটের গোলে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে আর্সেনাল। দ্বিতীয়ার্ধেও শেফিল্ডের রক্ষণে একের পর এক আক্রমণ করে গেছে আর্সেনাল। কিন্তু ৫৮ মিনিটে বেন হোয়াইট ছাড়া আর কেউ গোল পাননি।
গত ১১ ফেব্রুয়ারি ওয়েস্ট হামের মাঠে ৬-০ আর ১৭ ফেব্রুয়ারি বার্নলির মাঠে ৫-০ গোলের জয়ের পর কাল রাতে শেফিল্ডের মাঠ থেকেও ৬-০ গোলের জয় নিয়ে ফিরল আর্সেনাল। যার মানে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে প্রতিপক্ষের মাঠে টানা ৩ ম্যাচে ৫ বা এর বেশি গোলের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে আর্সেনাল।
লিগে ২৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ তিন দলের মধ্যে ব্যবধান মাত্র ১ পয়েন্ট করে। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৬২ আর আর্সেনাল তৃতীয় স্থানে আছে ৬১ পয়েন্ট নিয়ে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.