রূপচর্চার ক্রিমে অগ্নিদগ্ধে নিহত ৫০, ঝুঁকি বাড়ছে

বিটিসি নিউজ ডেস্ক: ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বা বাড়াতে যেসব ক্রিম ব্যবহার করা হয় তা শরীরে দ্রুত আগুন ধরে যেতে বা শরীরে আগুন ছড়িয়ে পড়ার কারণ হতে পারে। গত এক বছরে যুক্তরাজ্যে এমন ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এসব ক্রিম শরীরে আগুন ধরতে সহায়তা করে। ক্রিমে থাকা রাসায়নিকের ফলে পরনের কাপড়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

এমোলিয়েন্টযুক্ত ময়েশ্চারাইজার বা বিউটি ক্রিমে যদি ৫০ শতাংশের বেশি প্যারাফিন থাকে তাহলে আগুনের কাছাকাছি গেলে দ্রুত শরীরে বা কাপড়েও আগুন ধরে যেতে পারে বলে বলা হত।

কিন্তু সেই ধারণা বদলে গেছে। নতুন তথ্যে বিশেষজ্ঞরা বলছেন, ময়েশ্চারাইজার বা বিউটি ক্রিমে যে এমোলিয়েন্ট থাকে তাতে প্যারাফিন থাকলে বিপজ্জনক হয়ে উঠতে পারে তা।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ পরামর্শ দিয়েছে, যারা এই জাতীয় ক্রিম ব্যবহার করেন তারা যেন খোলা আগুনের খুব কাছে না যান।

এমোলিয়েন্ট সমৃদ্ধ ক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কিছু নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এবং হিউম্যান মেডিসিন কমিশন। এর মধ্যে রয়েছে, পণ্যের মোড়কের গায়ে পণ্য ব্যবহারের ঝুঁকি পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। মোড়কে একটি ছবির মাধ্যমে ঝুঁকিটি বুঝিয়ে দিতে হবে। এ সংক্রান্ত তথ্য ও করণীয় সম্পর্কে লিফলেট রাখতে হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.