রূপগঞ্জে শীতলক্ষ্যায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ-৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুন লেগে অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার ইছাপুরার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 
দগ্ধরা হলেন মো. হুমায়ুন , মো. ইমতিয়াজ, মো. রুবেল , মো. সোহেল, মো. ইমন, মো. রাকিব। তারা ওই জাহাজের শ্রমিক ও কর্মচারী।
তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বিটিসি নিউজকে বলেন, ‘সাংহাই নামের একটি তেলবাহী ট্যাংকারে রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনের লেলিহান শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় উঠে গেছে। এ সময় কাঞ্চন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়।
আগুনে ট্যাংকারে থাকা ৬ কর্মচারী ও শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে দগ্ধদের রাজধানীর বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (রূপগঞ্জ) মো. আলম বিটিসি নিউজকে জানান, তেলের ট্যাংকারের পাম্প হাউজে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এরপর ছড়িয়ে পড়ে পুরো জাহাজে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.