রুয়েটে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ইউআরপি বিভাগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র আয়োজিত মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় আইপিই বিভাগ টসে জিতে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। ১১১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ইউআরপি বিভাগ ২ উইকেট হারিয়ে টার্গেট পুর্ন করে (১১১ রান)।
খেলা শেষে মঙ্গলবার(২৮ ডিসেম্বর) বিকেলে রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইউআরপি বিভাগ ও রানার আপ আইপিই বিভাগের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিববর্ষ আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১ আয়োজক কমিটির সভাপতি ও পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মোঃ জগলুল সাদত, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান রিপন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতি, রুয়েট এর আহবায়ক মোঃ আরিফ আহম্মদ চৌধুরী, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু সহ বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ,পরিচালকবৃন্দ, দপ্তর,বিভাগ, শাখা প্রধানবৃন্দ ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন রুয়েটের চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.