রুয়েটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- এ আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল)-এর উদ্যোগে সকাল ১০ টায় প্রশাসনিক ভবনে বুধবার (১ জুন) দিনব্যাপী নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের অংশগ্রহণে “BNQF(Bangladesh National Qualifications Framework) and BAC (Bangladesh Accreditation Council) Standard for Accreditation” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রুয়েটের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গোফফার খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক , সিএফপিই বিভাগীয় প্রধান ড. মো. নূরুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রা। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের নতুন নিয়োগপ্রাপ্ত ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.