রুয়েটে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)-এ ২২-২৪ ডিসেম্বর, তিন দিনব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
গতকাল বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় কেন্দ্রীয় অডিটরিয়ামে জুম প্লাটফর্মের মাধ্যমে এই আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা বিষয়ক উপ-মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওঊঊঊ আমেরিকা এর সভাপতি অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান, ওঊঊঊ বাংলাদেশ শাখার সভাপতি অধ্যাপক ড. মোঃ মশিউল হক, রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শামিম আনোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন। অন্যান্যদের মধ্যে রুয়েটের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মোঃ জগলুল সাদত, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতি রুয়েট এর আহবায়ক মোঃ আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন/দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মালেয়শিয়া, চীন, সাইপ্রাস, কোরিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন। এই আন্তর্জাতিক কনফারেন্সে ৫১ টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.