রুশ সেনাদের পোশাকে অভিযানে সিরিয়ান যোদ্ধারা!

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেনের মেলিতোপোলের ক্ষমতাচ্যুত মেয়র দাবি করেছেন, শহরটিতে সিরিয়ান যোদ্ধাদের আনাগোনা দেখা যাচ্ছে।
রুশ সেনাদের দখলে থাকা মেলিতোপোলের মেয়র ইভান ফাইদোরোভ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সিরীয় নাগরিকদের রুশ সেনাদের পোশাক পড়া অবস্থায় একটি সামরিক ঘাঁটির কাছে দেখা গেছে, রোববার যেখানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। 
তবে মেয়র তার দাবির ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস মার্চের শেষ দিকে একটি প্রতিবেদনে জানায়, কয়েকশ সিরিয়ান সেনাদের একটি কন্টিনজেন্ট সামরিক প্রশিক্ষণের জন্য রাশিয়ায় এসেছে। প্রশিক্ষণ শেষে তাদের ইউক্রেনে পাঠানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে কথা বলা একজন পশ্চিমা কূটনৈতিক এবং সিরীয় সরকারের একজন মিত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছিল নিউইয়র্ক টাইমস।
সিরিয়া হলো রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে রাশিয়া এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে অবস্থান নেয়। রুশ সেনারা হস্তক্ষেপ করার পর বাসার আল আসাদের অবস্থান শক্ত হয়। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.