রুশ বাহিনীর মধ্যে উৎকণ্ঠা, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সেনারা

বিটিসি আন্তর্জাতিক ডেস্কখারকিভ অঞ্চলে কোনো ধরনের ঘোষণা ছাড়াই পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনের সেনারা। এতে রুশ বাহিনীর মধ্যেই কেউ কেউ চিন্তিত হয়ে পড়েছেন খারকিভে অবস্থানরত রুশ সেনারা বিচ্ছিন্ন হয়ে যাবে।
যুদ্ধ নিয়ে কাজ করা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন জানিয়েছে, রাশিয়ার মিলিটারি ব্লগার- যারা সামরিক বিষয় নিয়ে ব্লগ করে থাকেন তারা শঙ্কা করছেন- খারকিভে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের কারণে কুপইয়ান্সক এবং ইজিয়ামে অবস্থানরত রুশ সেনারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আর এর মাধ্যমে ইউক্রেনের সেনারা বড় একটি অংশ পুনর্দখল করে নিতে পারে। 
যুক্তরাষ্ট্রের যুদ্ধভিত্তিক সংগঠনটি জানিয়েছে, রুশ মিলিটারি ব্লগাররা বেশ উৎকণ্ঠা প্রকাশ করেছেন, তাছাড়া ইউক্রেনের সাফল্যের বিষয়টিও স্বীকার করে নিয়েছেন।
সংগঠনটি আরও বলেছে, ইউক্রেনের সেনাদের সাফল্যে রুশ মিলিটারি ব্লগাররা বেশ অবাক হয়েছেন। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে রুশ সেনাদের মনোবল ভেঙে যাবে। (সূত্র: দ্য গার্ডিয়ান)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.