রুশ নেতাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল চায় জার্মানি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে যুদ্ধের ঘটনায় রুশ নেতাদের বিচারের জন্য একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে জার্মানি। দ্য হেগ একাডেমি অব ইন্টারন্যাশনাল ল-তে দেওয়া এক ভাষণে এমন আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আনালেনা বেয়ারবক বলেন, এই আদালতের কার্যক্রম বিদেশ থেকে হওয়া উচিত। তবে তাদের রুশ নেতাদের বিষয়ে তদন্ত ও বিচারের সক্ষমতা থাকতে হবে।
অংশীদারদের নিয়ে এমন একটি ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান বেয়ারবক।
এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে আত্মরক্ষায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার শিখতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে একদল ইউক্রেনীয় সেনা।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ওকলাহোমা রাজ্যের ফোর্ট সিলে ইউএস আর্মি এয়ার ডিফেন্স আর্টিলারি স্কুলে পৌঁছায় তারা। সেখানকার কর্নেল কার্টিস কিং টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.