রুশ ড্রোন হামলায় ইউক্রেনের দানিউব নদীবন্দর ক্ষতিগ্রস্ত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ার সঙ্গে থাকা সীমান্তের কাছে অবস্থিত ইউক্রেনের দানিউব নদীবন্দরগুলোর একটিতে ক্রমাগত রাশিয়ান ড্রোন হামলার সময় শস্য সংরক্ষণাগার এবং গুদামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ইউক্রেনীয় কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।
বুধবার দেশটির ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
তিনি বলেন, ‘ইউক্রেনের দক্ষিণে অবস্থিত একটি নদীবন্দরে দুবার ড্রোন হামলা করেছে রাশিয়া।’
দেশটির দানিউব নদীর তীরে দুটি প্রধান বন্দর রয়েছে। এগুলো হচ্ছে— রেনি ও ইজমেল।
ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলোর ওপর রাশিয়ার অবরোধ আরোপের পর দেশটির শস্য রপ্তানির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রেনি ও ইজমেল বন্দর।
ওলেহ কিপার বলেন, ‘রাশিয়ান উগ্রবাদীরা গত রাতে ড্রোন দিয়ে ওডেসা অঞ্চলে দুবার আক্রমণ করেছে। তাদের এ হামলার প্রধান লক্ষ্য ছিল এই অঞ্চলের দক্ষিণে অবস্থিত বন্দর ও শস্য সংরক্ষণাগারের অবকাঠামো।’
তবে কোনো বন্দরে হামলা হয়েছে তা উল্লেখ করেননি ওই গভর্নর।
যুদ্ধ পর্যবেক্ষণকারী সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো বুধবার সকালে ইজমেল এবং রেনি বন্দরের কাছে বিমান প্রতিরক্ষাব্যবস্থার গুলির শব্দ শুনেছে বলে জানিয়েছে।
কিপার ওই ইজমেল জেলার বাসিন্দাদের প্রায় ১টা ৩০ মিনিটে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছিলেন। এর পর এক ঘণ্টা পরে বিমান হামলার সতর্কতা বাতিল করেছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.