রুশ গোয়ন্দা ভবনে বিস্ফোরণ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রস্তোভ অঞ্চলে দেশটির গোয়েন্দা বাহিনী ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) এক ভবনে বিস্ফোরণ হয়েছে।
আজ বৃহস্পতিবার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ভবনে বিশাল আগুন দেখা গেছে। এতে ওই এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। তবে রস্তোভ অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গলুবেভ বলেছেন, শর্ট সার্কিটের কারণে সিকিউরিটি সার্ভিসের ভবনে বিস্ফোরণ হয়েছে।
তিনি বলেন, ভবনের ভেতরে শর্ট সার্কিট থেকে যে অগ্নিকাণ্ড হয়েছে তা শনাক্ত করা হয়েছে। আর আগুন ছড়িয়ে পড়ার কারণে কন্টেইনারে বিস্ফোরণ হয়েছে। ৮০০ মিটার স্কয়ার পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে এবং এতে করে দুইটি দেয়াল ধসে পড়েছে।
গলুবেভ আরও বলেছেন, এতে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.