প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে। আজ বুধবার (১৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘নতুন শিক্ষকদের পেশাগত উৎকর্ষ ও একাডেমিক নেতৃত্ব বিকাশে ফাউন্ডেশন ট্রেনিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তাঁরা শিক্ষাদান, গবেষণা ও নৈতিক মূল্যবোধে দক্ষ হয়ে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অগ্রণী ভৃমিকা রাখবেন।’
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) তত্ত্বাবধানে এই ট্রেনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৮ থেকে ২৪ জুন সাত (৭) দিনব্যাপী এই ট্রেনিংয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নতুন নিয়োগ পাওয়া ৬৭ জন প্রভাষক অংশগ্রহণ করেছেন।
আগামী মঙ্গলবার (২৪ জুন) এই ট্রেনিং কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হবে।
আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.