নিজস্ব প্রতিবেদক:রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘একাডেমিক উৎকর্ষতা ও উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ভৃমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব রুয়েটের প্রশংসা করে বলেন, দক্ষ প্রকৌশলী তৈরির পাশাপাশি উচ্চশিক্ষার মান উন্নয়নে রুয়েট ভালো করছে। ইউজিসি উচ্চ শিক্ষাব্যবস্থা সহ শিক্ষার্থীদের মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় গুলোকে সাথে নিয়ে কাজ করে চলেছে।
সেমিনারে রুয়েটের শিক্ষার মান ও গবেষণা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স (এসপিকিউএ) বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার ও উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানবৃন্দ।
অনুষ্ঠান শেষে ইউজিসির সদস্য ও কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন উপাচার্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.