রিয়াল-বার্সার কর্তৃপক্ষ বেকুব নয় : ওয়েন রুনি

বিটিসি স্পোর্টস ডেস্ক: সুপার লিগের ধারণাকে একেবারে উড়িয়ে দিতে নারাজ সাবেক ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনি। উয়েফার হাজারো কঠোর সিদ্ধান্তের পরও এ টুর্নামেন্ট আলোর মুখ দেখবে বলেই ধারণা তার।
কারণ এই ক্লাবগুলোর কর্তারা কেউই বোকা নন বলে মনে করেন রুনি। অন্যদিকে সুপার লিগ নিয়ে কোন তর্কে যেতে নারাজ সাবেক বার্সেলোনা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। ফুটবলের স্বার্থে সবাইকে এক হয়ে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ তার।
সমর্থক থেকে সাধারণ মানুষ। ফুটবল বোদ্ধা থেকে মাঠের ফুটবলার। সবাই তর্কে মেতেছেন নতুন সুপার লিগের ধারণা নিয়ে। কারো চোখে ভিলেন ইউরোপিয়ান ১২ জায়ান্ট ক্লাব, তো কারো চোখে খলনায়কের চরিত্রে বসে আছে স্বয়ং উয়েফা।

এবার সেই তর্কে যোগ দিলেন ডার্বি কাউন্টির ম্যানেজার এবং সাবেক ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনিও। দীর্ঘদিন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার অভিজ্ঞতা থেকে, পুরো ধারণাটিকে উড়িয়ে দিতে চাচ্ছেন না রুনি।

তার মতে, ক্লাবগুলো যখন প্রস্তাবটি নিয়ে এসেছে এবং তারা সিদ্ধান্তও নিয়েছে তার মানে তারা ভবিষ্যত জেনেই এসব করেছে। উয়েফার কোনরকম কঠোর সিদ্ধান্তই তাদের টলাতে পারবে বলেও মনে করেন না তিনি।
রুনির মতে, এই ক্লাব কর্তারা ব্যবসাটা খুব ভালোই বুঝেন। তাই লাভ-ক্ষতি হিসেব না করে মাঠে নামেনি।

ওয়েন রুনি বলেন, স্পার লিগের ক্লাব কর্তারা স্টুপিড নয়। তারা খুব ভালোভাবেই এর কন্সিকোয়েন্স জানেন। উয়েফা কি সিদ্ধান্ত নিতে পারে, এবং তারা এর বিপরীতে কি করবে এগুলো সবই তাদের জানা আছে। আর্থিকভাবে দিন দিন ক্লাবগুলো ক্ষতির মুখে পড়ছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাই তাদের হতাশাটাও আপনাকে বুঝতে হবে।

তবে যে সিদ্ধান্তই চূড়ান্ত হোক না কেন; ফুটবলকে কনসিডার করাটাই মুখ্য অর্থের গল্প বাদ দিলেও থেকে যায় একটা প্রশ্ন। এ ক্লাবগুলোকে কোন কারণে যদি বাদ দেয়া হয়। তাহলে কতটা আকর্ষণীয় থাকবে প্রিমিয়ার কিংবা প্রিমেরা লিগ।
উত্তরটা বেশ সোজা। রুনি দিলেনও তা সরলভাবেই। ইউনাইটেড, সিটি, আর্সেনাল, চেলসি, স্পারকে বাদ দিয়ে কোন অবস্থাতেই আগের আবেদন পাবে না ইপিএল কিংবা ক্যারাবাও কাপ। তাই রুনির মতে, ইংলিশ ফুটবলের পিরামিড ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত যেন না নেয় কোন পক্ষই।

রুনির মতো এতো সোজাসাপ্টা ভাবে তর্কে না জড়ালেও নিজের মন্তব্য তুলে ধরেছেন সাবেক স্পেন এবং বার্সেলোনা মিডফিল্ডার এবং আল সাদের কোচ জাভি। তার মতে, কূটতর্কে না জড়িয়ে সবাইকে নিয়ে ফুটবলের উন্নয়নে এগিয়ে আসা উচিত সবার। সেক্ষেত্রে যেটা ভালো হবে, সে সিদ্ধান্তই যেন নেয় দুপক্ষ।

জাভি হার্নান্দেজ বলেন, দেখুন এখানে কোন পক্ষ নেই। সবাই ফুটবলের জন্য কাজ করছে। চিন্তাটা কিছুটা আলাদা, তবে সবাই ফুটবলকে নিয়েই ভাবছে। আমাদের উচিত তাদেরকে আলদা না করে, একসাথে বসা। কথা বললেই সমাধান হবে।

এদিকে ফুটবলারদের মতো এতো কূটনৈতিক আলাপে যান নি সমর্থকরা। লিভারপুলের বিপক্ষে লিডসের ম্যাচের আগে স্টেডিয়ামের বাইরে সুপার লিগ ধারণার বিরোধিতা করে বিক্ষোভ করেছেন তারা। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.