রিয়ালকে ৫ গোলে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন বার্সা

বিটিসি স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ নারী দলকে ৫-০ গোলে উড়িয়ে টানা চতুর্থবারের মতো জিতল স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা নারী দল।
রবিবার স্পেনের লেগানেসে ফাইনালে কারোলিন গ্রাহাম হানসেনের একটি ও ইভা পায়োরের দুটি গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।
বিরতির পর ব্যবধান বাড়ান পাত্রি গুইহারো ও আলেক্সিয়া পুতেয়াস।
এ নিয়ে নারী ফুটবলে রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ বারের দেখায় সবকটিতে জিতল বার্সেলোনা।
দুই দল ফাইনালে মুখোমুখি হলো এবারই প্রথম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.