রায়পুরায় পুনঃ নির্বাচনে বেসরকারিভাবে ধানের শীষ জয়ী

নরসিংদী প্রতিনিধি: ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের চারটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করা রিটে চারটি কেন্দ্রের ফলাফল স্থগিত করেছিল আদালত। আজ বুধবার দীর্ঘ তিন বছর দুইমাস পর আদালতের রায়ে স্থগিতকৃত কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে তিন হাজার নয়শ আঠারো ভোট পেয়ে বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নুরুজ্জামান সরকার পেয়েছেন তিন হাজার দুইশ আটষট্টি ভোট।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.