রাসেল ঝড়ে টি-টেন চ্যাম্পিয়ন ডেকান

বিটিসি স্পোর্টস ডেস্ক: শেষ হলো মাত্র ১০ ওভারের খেলার টুর্নামেন্ট আবুধারি টি-টেন লিগ। আর এবারের লিগ শিরোপা ঘরে তুলল ডেকান গ্ল্যাডিয়েটর্স। ফাইনালে দিল্লি বুলসকে ৫৬ রানে হারিয়ে টি-টেন লিগের চ্যাম্পিয়নশিপের মুকুট পরল ডেকান গ্ল্যাডিয়েটর্স।
এ জয়ের নায়ক ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাট হাতে তেমন ফর্মে ছিলেন না রাসেল।
অবশেষে টি-টেন লিগের ফাইনালে জ্বলে উঠল রাসেলের ব্যাট।  ৯টি বাউন্ডারির সঙ্গে ৭ ছক্কায় মাত্র ৩২ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। দলকে জিতেয়ে মাঠ ছাড়েন তিনি।
টস জিতে ফিল্ডিং নেন দিল্লি বুলস অধিনায়ক ডোয়াইন ব্র্যাভো। আগে ব্যাটিং পেয়ে ১৫৯ রান তোলে ডেকান। রাসেলের ৯০ ছাড়া ৫৯ রান করেন ক্যাডমোর।
বিনা উইকেটেই ১০ ওভার শেষ করে দিল্লিকে ১৬০ রানের টার্গেট দেন তারা।
জবাবে ব্যাট হাতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দিল্লি বুলস। ২০ বলে ৪২ রান করেন চন্দরপল হেমরাজ, যা তাদের ইনিংস সর্বোচ্চ।
৬ বলে করেন ১৪ রান রহমানুল্লাহ গুরবাজ। ইয়ন মরগ্যান খেলেন ৮ বলে ১৩ রান এবং শেষ দিকে আদিল রশিদ ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন।
শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানেই থেমে যায় দিল্লি। ২টি করে উইকেট নেন টাইমাল মিলস, ওয়ানিদু হাসারাঙ্গা এবং ওডেন স্মিথ। ১ উইকেট নেন আন্দ্রে রাসেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.