রাসূলুল্লাহ (স:)’কে অবমাননা করে ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে রাসূলুল্লাহ (স:)কে অবমাননা করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখা।
মুসলিম উম্মাহর প্রাণের স্পন্দন নবী করিম (সা:) এর কার্টুন চিত্র প্রদর্শনের বিরুদ্ধেই মূলত আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২০২০ ইং সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:)কে ফ্রান্সের কুলাঙ্গাররা কটুক্তি করেছে। তারা এক বার নয়, কয়েক বার রাসুল (সা:)’কে নিয়ে কটুক্তি করেছে। যে কাজটি সয়ং শয়তানও করেনে সেটা আজ কিছু মানুষ রুপি জানোয়ারগুলো করে চলেছে।
তিনারা আরও বলেন, আমারা রাসুল (সা:) কতটা ভালোবাসি, তা রক্ত দিয়ে প্রমাণ করবো। আমাদের নবীকে নিয়ে কুটক্তি করা হলে আমরা ঘরে বসে থাকবো না। এছাড়া বিক্ষোভ থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.