রাসিক মেয়র লিটনের সাথে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

রাসিক প্রতিবেদকরাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর। আজ মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে মেয়রের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আজ সন্ধ্যায় নগর ভবনে আসেন ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর মেয়র খায়রুজ্জামান লিটন ও ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর মতবিনিময়ে মিলিত হন।

মতবিনিময়কালে বাংলাদেশ অর্থনীতি, রাজনীতি, রাজশাহীর শিল্পায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হয়।
আলাপকালে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘদিনেও রাজশাহীতে শিল্পায়ন গড়ে উঠেনি। এখানে শিল্পায়ন হওয়ার অনেক সম্ভাবনা আছে। কারণ এখানে স্বল্পমূল্যে শ্রম পাওয়া যায়। এখানে ইংলিশ মিডিয়াম স্কুল-কলেজ গড়ে উঠেনি। ইংলিশ মিডিয়াম স্কুল-কলেজ গড়ে তোলা যেতে পারে।

আলাপকালে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর রাজশাহীর আমের প্রশংসা করেন।

এ সময় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেকশনের হেড আবু কাজী, রাজনৈতিক বিশেষজ্ঞ এজাজুর রহমান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব আলমগীর কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল প্রমুখ। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.