রাসিক মেয়রের ফ্লাইওভারের পাইল ড্রাইভিং কাজ পরিদর্শণ

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ হতে মোহনপুর রাজশাহী নাটোর সড়ক পূর্ব পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় রেলওয়ে ক্রসিং এর ওপর র‌্যামসহ ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। আজ বিকেলে ৩০নং ওয়ার্ডের মোহনপুর এলাকায় ফ্লাইওভারের পাইল ড্রাইভিং কাজ পরিদর্শন করেছেন তিনি। পরিদর্শনকালে মেয়র বলেন, মহানগরীর রাজশাহী-নওগাঁ হতে মোহনপুর রাজশাহী নাটোর সড়ক পূর্ব পশ্চিম সংযোগ সড়ক কাজ বাস্তবায়নের ফলে প্রকল্প এলাকার মানুষের জীবনমান উন্নয়ন হবে। গড়ে উঠবে নতুন নতুন প্রতিষ্ঠান। যা এ এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা। রাজশাহী মহানগরীর প্রথম ফ্লাইওভার নির্মাণ কাজ সম্পন্ন হলে নগরী যানজটমুক্ত থাকতে সহায়ক ভূমিকা রাখবে। ১৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প কাজ সম্পন্ন হলে নগরীর ১৭, ১৯, ৩০, ২৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এ প্রকল্প এলাকার প্রায় শতাধিক লিংক রোড এ সড়কের সঙ্গে সংযুক্ত হলে এ এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের সুফল ভোগ করবে মহানগরবাসী। নগরীর পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে গৃহীত এ প্রকল্পে ফোর লেন রাস্তা, ফুটপাত, ড্রেন নির্মাণের ফলে এ মহানগরীর সৌন্দর্য্য বহুলাংশে বৃদ্ধি পাবে।
পরিদর্শনকালে রাসিকের প্যানেল মেয়র -১ ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল আমিন আযব, প্যানেল মেয়র-৩ ও ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নুরুন্নাহার বেগম, রাসিকের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুনসুর রহমান, পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, জন্ম মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ নাসিরা খানম, রাসিকের সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি মোঃ মনজুর হোসেন, ইতিহাস পুরাকীত্তি সংরক্ষণ ও পর্যটন স্থায়ী কমিটির সভাপতি ও ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া, শিক্ষা স্বাস্থ্য পরিবার স্থায়ী কমিটির সদস্য ও ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল লাইলী, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রকল্পের পরিচালক ও রাসিকের নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৯ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ফ্লাইওভারের দৈর্ঘ্য ২০২.৫০ মিটার, র‌্যামের দৈর্ঘ্য ১২৪ মিটার। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নে ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.