বিএনপি প্রতিবেদক: আসন্ন রাজশাহী সিটিকর্পেরেশন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারনায় বিভিন্ন স্থানে বিএনপি’র কর্মীদের হয়রানী ও লাঞ্চীত হওয়ার ঘটনা ঘটছে বলে মেয়র প্রার্থী বুলবুল সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উদ্দেসে বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ গ্রহনযোগ্য ও অংশগ্রহনমূলক করার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের আন্তরিকতা, সদিচ্ছা ও নিরপেক্ষ ভূমিকা পালন অত্যাবশ্যক, অন্যথায় নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। আমরা আমাদের বিএনপি মনোনিত ধানের শীর্ষের মেয়র প্রার্থী জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে নির্বচনী প্রচার প্রচারনা সহ সকল কর্মকান্ড পরিচালনায় শুরু থেকেই বিভিন্ন ধরনের প্রশাসনিক হয়রানিমূলক গ্রেফতার ও নির্বাচন কমিশনের অসহযোগিতামূলক আচরনের শিকার হয়ে আসছি।
ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে, চলো বদলে দিই এই স্লোগান ব্যবহার করে তাদের নৌকা মার্কার নির্বাচনী প্রচার তফসিল ঘোষনার পূর্ব থেকেই শুরু করেছে এবং অবৈধ ভাবে পুলিশ বাহিনী ও ছাত্রলীগকে ব্যবহার করে আমাদের প্রার্থী তৎকালীন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের ঈদ শুভেচ্ছা সম্বলিত ব্যানার আর.ডি.এ মার্কেটের ওভার ব্রীজ থেকে খুলে ফেলে তাদের ব্যানার জোর পূর্বক টাঙ্গানো হয়েছে।
সম্মানিত সাংবাদিক বন্ধুগন,
আপনারা লক্ষ্য করেছেন যে, গত ১০ জুলাই প্রতীক বরাদ্দের পূর্বেই ৯ জুলাই রাত্রী থেকেই নৌকা মার্কার ব্যানার, ফেষ্টুন, পোষ্টার সমস্ত রাজশাহী শহরে এমনভাবে টাঙ্গানো হয়েছে যা নির্বাচনী আচরনবিধীর পরিপন্থি’ এবং তাদের নির্বচনী ব্যয়কে প্রশ্নবিদ্ধ করেছে। এরূপ পোষ্টার সন্ত্রাস, একদলীয় শাষন ও শোষনের বহিঃপ্রকাশ যার কারণে অন্যান্য যেকোন প্রার্থীর প্রচারনার পোষ্টার, ফেষ্টুন, ব্যানার লাগানোর সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আরো বলতে বাধ্য হচ্ছি যে, নির্বাচনী প্রচারনা শুরু হওয়ার পূর্ব থেকেই আমাদের নেতাকর্মীদের মধ্যে ভিতি সঞ্চার এর লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গভীর রাত্রীতে বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। যাহা বিগত খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষপাত মূলক নির্বাচনকে স্বরণ করিয়ে দেয়।
এমতবস্থায় সুষ্ঠ নির্বাচনের স্বার্থে আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগসহ অবিলম্বে ছাত্রলীগ, যুবলীগ পোষ্টার সন্ত্রাসীদের গ্রেফতারের দবি করছি এবং পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানাচ্ছি।
প্রিয় সাংবাদিক বন্ধুগন,
আপনাদের অবগতির জন্য আমরা নিম্নক্ত তথ্যগুলো উপস্থাপন করছি যা নির্বাচন কমিশনে অভিযোগ আকারে লিপিবদ্ধ রয়েছে।
অভিযোগ সমূহ:
১। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হক, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বিএনপি কর্মী রায়হান ও হাবিবুর রহমানকে ওয়ারেন্ট ছাড়াই আটক করেছে যা হাইকোর্ট এবং সিইসি নির্দেশনামালার পরিপন্থি।
২। নগরীর ৪নং ওয়ার্ড বহরমপুর (বুলনপুর) এলাকায় সিহাবের বাড়ীর পাশে বিএনপি মনোনিত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও পোষ্টারবাহী পিকাআপ ভ্যানের উপর নৌকা প্রতীক সমর্থিত কর্মীরা গত ০৯/০৭/২০১৮ইং তারিখে রাত্রি ৮টার সময় হামলা চালিয়ে ভাংচুর করে (গাড়ি নং- রাজ মেট্রো-ন-১১০১২২) এতে বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর ফেস্টুন ও পোস্টার নষ্ট হয় এবং পিকআপ ভ্যানের লুকিং গ্লাস ভেঙ্গে যায়।
৩। গতকাল ১০/০৭/২০১৮ইং তারিখ ২০নং ওয়ার্ডে বেলদারপাড়ায় নৌকা প্রতীকের কর্মীরা বিএনপির মনোনিত প্রার্থী বুলবুল এর ধানের শীষ প্রতীকের টানানো ফেস্টুন ভাংচুর করে এবং ঝুলানো পোস্টার ছিড়ে ফেলে।
৪। গতকাল ১০/০৭/২০১৮ ইং তারিখ দিবাগত রাত্রী আনুমানিক রাত ২টা হইতে ভোর ৬টা পর্যন্ত ধানের শীষ প্রতীকের লাগানো ফেস্টুন, বালিয়াপুকুর মোড় হইতে রুয়েট ও ভদ্রার মোড় পর্যন্ত সকল ফেস্টুন খুলে ফেলা হয়।
৫। গতকাল ১০/০৭/২০১৮ইং তারিখ দিবাগত রাতে অলকার মোড় হইতে আলুপট্টির মোড় পর্যন্ত ধানের শীষ প্রতীকের সকল ফেস্টুন খুলে ফেলা হয়।
৬। গতকাল ১০/০৭/২০১৮ইং তারিখ দিবাগত রাতে রাজশাহী সিটি কলেজ গেট হইতে সার্ভে ইন্সটিটিউট পর্যন্ত লাগানো ধানের শীষ প্রতীকের সকল ফেস্টুন নৌকা সমর্থিত কর্মীরা খুলে ফেলে।
৭। গতকাল ১০/০৭/২০১৮ইং তারিখে ৬নং ওয়ার্ডে জি.পি.ও’র সামনে, ১৯ নং ওয়ার্ড ছোট বনগ্রাম এলাকায়, ২৭নং ওয়ার্ড বালিয়াপুকুর এলাকায় ও ৩০নং ওয়ার্ড বিনোদপুর বাজারে ধানের শীষ প্রতীকের প্রচার মাইক এর কর্মীদের চরথাপ্পর মারা হয় এবং প্রচার কাজে বাধা দেওয়া হয়।
৮। অদ্য ১১/০৭/২০১৮ইং তারিখ সকাল ১১টায় পুলিশ ভ্যানের উপস্থিতিতে ১৩নং ওয়ার্ডে শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মুখ হইতে বর্ণালীর পিছনের মোড় পর্যন্ত রাস্তায় ধানের শীষ প্রতীকের কোন প্রকার ফেস্টুন ও পোস্টার লাগাতে দেওয়া হয় নাই এবং ধানের শীষ সমর্থিত কর্মীদের লাঞ্চিত করে। (প্রেস বিজ্ঞপ্তি) #
Comments are closed, but trackbacks and pingbacks are open.