রাসিক নির্বাচনে কে হবেন নগর পিতা?

 

বিটিসি নিউজ প্রতিবেদক: ৩০ জুলাই-২০১৮ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন কে হবেন নগর পিতা? এর লড়াই শুরু হয়েছে। মেয়র প্রার্থীরা ছুটছেন ভোটাদেও দারে দারে, আশ্বাস, ওয়াদার বক্তব্য দিয়ে ভোটারদেও মন জয়ের চেষ্টায় ব্যাস্ত সকল প্রর্থীরাই।

মেয়র প্রার্থী হয়েছেন ৫জন, এরা হলেন ঃ-

১। মোসাদ্দেক হসেন বুলবুল, সদ্য পদত্যাগ করা মেয়র (বিএনপি)।
২। এ,এইচ,এম, খারুজ্জামান লিটন, সাবেক মেয়র (আঃ লীগ) ।
৩। মোঃ হাবিবুর রহমান, (বাংলাদেশ জাতীয় পার্টি)।
৪। মোঃ শফিকুল ইসলাম, (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
৫। মুরাদ মোর্শেদ, (স্বতন্ত্র)।

মহিলা সংরক্ষিত আসন ১০ টি, এতে প্রতিদন্দিতা করবেন মোট ৫২ জনঃ-

ক) ১ নং আসনে ৬ জন।
খ) ২ নং আসনে ৮ জন।
গ) ৩ নং আসনে ৩ জন।
ঘ) ৪ নং আসনে ৪ জন।
ঙ) ৫ নং আসনে ৬ জন।
চ) ৬ নং আসনে ৬ জন।
ছ) ৭ নং আসনে ৫ জন।
জ) ৮ নং আসনে ৭ জন।
ঝ) ৯ নং আসনে ৩ জন।
ঞ) ১০ নং আসনে ৪ জন।

সাধারণ ৩০ টি ওয়ার্ডে কাউন্সিলার প্রার্থি হলেন মোট ১৬০ জন ঃ-

ক) ১ নং ওয়ার্ডে ৬ জন।
খ) ২ নং ওয়ার্ডে ৬ জন।
গ) ৩ নং ওয়ার্ডে ৭ জন।
ঘ) ৪ নং ওয়ার্ডে ৫ জন।
ঙ) ৫ নং ওয়ার্ডে ৫জন।
চ) ৬ নং ওয়ার্ডে ৬ জন।
ছ) ৭ নং ওয়ার্ডে ৫ জন।
জ) ৮ নং ওয়ার্ডে ৫ জন।
ঝ) ৯ নং ওয়ার্ডে ৬ জন।
ঞ) ১০ নং ওয়ার্ডে ৬ জন।
ট) ১১ নং ওয়ার্ডে ৩ জন।
ঠ) ১২ নং ওয়ার্ডে ৭ জন।
ড) ১৩ নং ওয়ার্ডে ৩ জন।
ঢ) ১৪ নং ওয়ার্ডে ৭ জন।
ণ) ১৫ নং ওয়ার্ডে ৪ জন।
ত) ১৬ নং ওয়ার্ডে ৪ জন।
থ) ১৭ নং ওয়ার্ডে ৪ জন।
দ) ১৮ নং ওয়ার্ডে ৯ জন।
ধ) ১৯ নং ওয়ার্ডে ৪ জন।
ন) ২০ নং ওয়ার্ডে ৫ জন।
প) ২১ নং ওয়ার্ডে ৪ জন।
ফ) ২২ নং ওয়ার্ডে ৩ জন।
ব) ২৩ নং ওয়ার্ডে ৫ জন।
ভ) ২৪ নং ওয়ার্ডে ৫ জন।
ম) ২৫ নং ওয়ার্ডে ৩ জন।
য) ২৬ নং ওয়ার্ডে ৭ জন।
র) ২৭ নং ওয়ার্ডে ৫ জন।
ল) ২৮ নং ওয়ার্ডে ৮ জন।
শ) ২৯ নং ওয়ার্ডে ৯ জন।
ষ) ৩০ নং ওয়ার্ডে ৪ জন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.