আরসিসি প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল আজ বিকেলে নগরভবন সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়রের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণের জন্য তাঁর পদত্যাগ পত্র নিয়ম অনুযায়ী আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
২০১৩ সালে তিনি নির্বাচিত হবার পর দায়িত্ব পালনকালে নানা প্রতিবন্ধকতার বর্ণনা করে তিনি বলেন, জনগণের সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। জনগণের ভোটে নির্বাচিত হবার পর মেয়রের পদমর্যাদা ক্ষুন্ন করে রাজশাহীবাসীর প্রতি যে বৈরী আচরণ করা হয়েছে তা সত্যিই কষ্টের।
এজন্য প্রতিবাদ করে প্রথম থেকে গাড়ী ব্যবহার থেকে বিরত থাকি। পরবর্তীকালে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যে সময় দায়িত্ব পালন করি সে সময়ের মধ্যেই বিভিন্ন প্রকল্প প্রণয়ন কাজ হাতে নিই ও তা বাস্তবায়ন করতে থাকি। মাঝে ২২ মাস দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। পরবর্তীতে পুনরায় নানা নাটকীয়তায় গত বছর ৫ এপ্রিল পুনরায় দায়িত্ব ফিরে পায়। তিনি তাঁর বক্তব্যে সকল সেবামূলক প্রতিষ্ঠানকে সমন্বিত করে রাজশাহী সিটি কর্পোরেশনকে সিটি গর্ভনেন্সে রূপান্তরের প্রস্তাব দেন।
স্মার্ট সিটি গড়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জিপিএ-৫ প্রাপ্তদের সম্বর্ধনা প্রদান, ট্যাক্স কমানোর উদ্যোগ, সিএইচডিএফ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ, পুকুর সংস্কার, রাস্তা সংস্কার, গোরস্থানগুলোর উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম করার বর্ণনা দেন তিনি। গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো পরবর্তী পরিষদকে তা অব্যাহত রাখার আহবান জানান। বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল আমিন আযব, ৩নং প্যানেল মেয়র ও ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নুরুন্নাহার বেগম ও রাসিকের অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মেয়র দপ্তর কক্ষে রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মেয়রকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।(প্রেস বিজ্ঞপ্তি)#
Comments are closed, but trackbacks and pingbacks are open.