রাসিক নির্বাচনকে সামনে রেখে নগরীর পঞ্চবটিতে মাদক কারবার রমরমা


নিজস্ব প্রতিবেদক: রাসিক নির্বাচনকে সামনে রেখে মহানগরীর পঞ্চবটি এলাকায় মাদক কারবারীরা সক্রীয়। চুটিয়ে চালাচ্ছে তাদের মাদকের কারবার। স্থানীয় যুবক, বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষরা ভোটের মাঠে প্রচারণা চালাচ্ছেন।
মাঠ কর্মীরা প্রার্থীদের কাছে বিভিন্ন অজুহাতে নিচ্ছে টাকা নিচ্ছেন। এটা এখন বাড়তি প্রার্থীদের বড়তি টাকার উৎস পোষ্টার টাঙানো, মিছিল করা, লিফলেট বিলি ইত্যাদি কাজের জন্য প্রার্থীরা দিচ্ছেন খরচ। আর সেই খাটুনির টাকা পেয়ে মাদক সেবেন করে ভোটের মাঠে গভীর রাত পর্যন্ত চলছে হৈচৈ। যাকে বলে ফিলিংসে ডিলিংস। এমনই বক্তব্য স্থানীয়দের।
একাধিক স্থানীয়রা বলছেন, ভোটকে কেন্দ্র করে পঞ্চবটি এলাকার মাদক কারবারি বিনা, শাকিল, রিপন, জীবন, মুন্নি, তসলিমা, কাননী, শেফালী ও রিনাদের মাদকের কারবার রমরমা। ভোটের মাঠের কর্মীদের টাকা লুটে নিচ্ছেন তারা। এই সকল মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মাদকের মাদক রয়েছে।
তারা আরও বলেন, শুক্রবার (৯ জুন) রাসিক বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় ২৩নং ওয়ার্ড দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে গন্ডগোল সৃষ্টিকারী ব্যক্তিদের অধিকাংশই ছিলো মাদক সেবনরত অবস্থায়। এছাড়াও সেখানে কিছু মাদক কারবারিও ছিলো। তাই নির্বাচনে মাঠ থেকে মাদক কারবারিদের নিমূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, পঞ্চবটি এলাকার বিষয়টি আমার জানা ছিলো না। তবে মাদক বিক্রেতা যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোসপাড়া ফাড়ির ইনচার্জকে নির্দেশ দিয়েছেন ওসি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.