রাসিক ও ইকলি‘র মধ্যে এমওইউ স্বাক্ষরিত

 

রাসিক প্রতিবেদকরাজশাহী সিটি কর্পোরেশন ও ইকলি (ওঈখঊও),  সাউথ এশিয়া এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ইকলি সাউথ এশিয়ার পক্ষে ডেপুটি সেক্রেটারি জেনারেল ইমানি কুমার সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নানা সীমাবদ্ধতার পরও বাংলাদেশ এগিয়ে যা”েছ, তার প্রমাণ ইতোমধ্যে দিয়েছে সরকার। সরকারের সহযোগিতায় আগামী ২/৩ বছরের মধ্যে রাজশাহীর ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন নগরবাসী।

তিনি আরো বলেন, আগামী ২০২১ সালে রাজশাহীতে বিভিন্ন দেশের সং¯’া, প্রতিষ্ঠানদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন ইকলির ডেপুটি ডিরেক্টর সৌমিয়া চর্তুবিদুলা, বাংলাদেশ অপারেশন ম্যানেজার জুবায়ের রশিদ, সিটি প্রজেক্ট অফিসার তানসিম আলম, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল-৩ তাহেরা বেগম, প্রধান নির্বাহী শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহানসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।

জানা গেছে, চুক্তি অনুযায়ী আরবান লো ইমিশন ডেভেলপমেন্ট স্ট্যাটেজিস ফেস-২ প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যব¯’াপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তথ্য সংগ্রহের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প তৈরি করে বাস্তবায়ন করবে ইকলি। #(প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.