রাসিকের কর্মচারীসহ দুইজনের মৃত্যুতে মেয়র লিটনের শোক প্রকাশ
রাসিক প্রতিবেদক: মহানগরীর কাদিরগঞ্জ নিবাসী আব্দুল মান্নান (৮৬) এবং রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী ছোটবনগ্রাম উত্তরপাড়া নিবাসী মনির উদ্দিন (৮৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
আজ মঙ্গলবার বিকেলে পৃথক দুইটি শোক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন মেয়র। বিবৃতিতে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পবিরারের সদস্যদের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন মেয়র।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় কাদিরগঞ্জ এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন আব্দুল মান্নান। মঙ্গলবার বাদ জোহর কাদিরগঞ্জ জামে মসজিদে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে মঙ্গলবার দুপুরে মনির উদ্দিন ছোটবনগ্রাম উত্তরপাড়ার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বাদ আছর ছোটবনগ্রাম ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে স্থানীয় কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। # (প্রেস বিজ্ঞপ্তি ) #
Comments are closed, but trackbacks and pingbacks are open.