রাসিককে ৬০ লাখ টাকার হোল্ডিং ট্যাক্স দিয়েছে রাবি

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোশেনকে ৬০ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স প্রদান করেন রাজশাহী বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেলে নগরভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে হোল্ডিং ট্যাক্সের ৬০ লাখ টাকার একটি চেক তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।
চেক হস্তান্তরকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মোঃ জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মোঃ সুলতান উল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মোঃ আবদুস সালাম, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. সাবরিনা নাজ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে মোঃ নুর-ই-সাঈদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.