BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির হাত থেকে ‘বাল’ পুরস্কার নিলেন সূর্যবংশী

রাষ্ট্রপতির হাত থেকে ‘বাল’ পুরস্কার নিলেন সূর্যবংশী

বিটিসি স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর মুকুটে যুক্ত হলো আরও একটি সোনালি পালক। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ গ্রহণ করেছেন এই ১৪ বছর বয়সী ক্রিকেটার।

২০২৫ সালের ক্রীড়াক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ১৩ বছর বয়সে আইপিএলের মেগা নিলামে জায়গা করে নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া এই কিশোর এখন রেকর্ডের নতুন জাদুকর।

বৈভব সূর্যবংশীর ব্যাটে রানের ঝড়ে প্রতিনিয়ত চুরমার হচ্ছে বিশ্বের বড় বড় সব রেকর্ড।

যুব ওয়ানডের ইতিহাসে তিনি এখন কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। মাত্র ১৪ বছর ১০০ দিন বয়সে ইংল্যান্ডের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি এই বিশ্ব রেকর্ডটি নিজের করে নেন।

এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর রেকর্ড। শান্ত ১৪ বছর ২৪১ দিন বয়সে যুব ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া সূর্যবংশীর ৭৮ বলে করা ১৪৩ রানের ইনিংসটি যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডকেও নতুন করে লিখেছে।

সিনিয়র ক্রিকেটেও সূর্যবংশীর তাণ্ডব থামছে না। মাত্র দুদিন আগে বিহারের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ৮৪ বলে ১৯০ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেছেন তিনি।

এর মাধ্যমে মাত্র ১৪ বছর ২৭২ দিন বয়সে পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের তকমা পেলেন তিনি। এই বিধ্বংসী ইনিংসে তিনি মাত্র ৩৬ বলে সেঞ্চুরি এবং ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৫০ রানের বিশ্ব রেকর্ড।

সূর্যবংশী ও সাকিবুল গনির জোড়া তান্ডবে বিহার ক্রিকেট দল লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। মধ্যপ্রদেশের বিপক্ষে ম্যাচে তাঁরা নির্ধারিত ৫০ ওভারে রেকর্ড ৫৭৪ রান সংগ্রহ করে।

এর আগে ২০২২ সালে তামিল নাড়ুর করা ৫০৬ রানই ছিল সর্বোচ্চ। একের পর এক ছক্কা আর চারে আইপিএল ক্যারিয়ার শুরু করা এই কিশোরই এখন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম ভবিষ্যৎ।

রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া এই সম্মান তার আগামীর পথচলাকে আরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছে ক্রীড়া মহল। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে অভিনেত্রী বললেন, মানুষ মাত্রই ভুল করে জি এম কাদেরের জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা শ্যামনগরের লোকালয়ে ঢুকে পড়ল হরিণ, অতঃপর… রাজশাহীর পদ্মার চরে ৪৬ লাখ টাকা মূল্যের ১৫টি ভারতীয় মহিষ জব্দ গোদাগাড়ীতে আলুর বাম্পার ফলন: ভালো বাজার আবহাওয়ায় ও আশা বাড়াল কৃষকের ১৪ ভারতীয় নাগরিকদের বিএসএফের পুশইনচেষ্টা রুখে দিলো বিজিবি রাজশাহীতে বিক্ষোভে হেফাজত নেতার ‘প্রথম আলোর নাম–নিশানা মুছে দেওয়া হবে’ উজিরপুরে ডক্টর এনায়েত করিম স্কুল এন্ড কলেজের উদ্যোগে শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১০ লাখ ডলার অনুদান ঘোষণা টেইলর সুইফটের দারুচিনির ১০ উপকারিতা